আজ ২৫ অক্টোবর ২০২৫, টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে TEDxUniversity of Dhaka 2025।
“Bangladesh Reborn: Progress Through Perspectives” থিমকে উপজীব্য করে বৈচিত্র্যময় চিন্তাধারার মাধ্যমে তরুণ সমাজে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা, বাংলাদেশের উন্নয়ন ও উদ্ভাবন নিয়ে গঠনমূলক আলোচনা ছড়িয়ে দেওয়া, স্থানীয় ধারণাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের মনোভাবকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রফেসর সৈয়দা লাসনা কবির, চেয়ারপারসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, ড. ফিরদৌস জারিন, অধ্যাপক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, ড. আবদুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক, জাপানিজ স্টাডিজ বিভাগ, ওয়াসিক সাজিদ খান, প্রভাষক, জাপানিজ স্টাডিজ বিভাগ।

দিনব্যাপী আয়োজনে ৬টি সেশনে ১২ জন বক্তা অংশগ্রহণ করেন। তাঁরা প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ, উদ্যোক্তা তৈরি, সৃজনশীলতা, সমাজ উন্নয়ন ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারী বক্তাদের মধ্যে ছিলেন: হুমা খান, হেড অব মিশন, জাতিসংঘ মানবাধিকার দপ্তর, শেহরিন আমিন ভূঁইয়া সহকারী প্রক্টর এবং সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, নাঈম আশরাফ, সিইও, SHINEE, আশফাক নিপুণ, চলচ্চিত্র নির্মাতা, আজমেরী হক বাঁধন, অভিনেত্রী, জোবায়ের হোসেন শুভ, সিইও এবং প্রধান আলোকচিত্রী, Dream Weaver, প্রমুখ।

